• হাওড়া স্টেশনে টিকিট না কাটলে এবার 'হাজিরা' দিতে হবে কোর্টে!
    ২৪ ঘন্টা | ২১ জুন ২০২৪
  • অয়ন ঘোষাল: কতই-বা আর ভাড়া! মাত্র ৫ টাকা কিংবা ১০ টাকা খরচ করলেই লোকাল ট্রেনে চেপে চলে যাওয়া যায় বহুদুর। কিন্তু তাও টিকিট কাটেন না অনেকেই। হাওড়া স্টেশনে এবার ক্যাম্প কোর্ট বসানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

    শহরের ব্য়স্ততম রেলস্টেশন হাওড়া। দিনভর লোকজনের আনাগোনা। কেউ হয়তো দূরপাল্লা ট্রেনে যাত্রী, তো কেউ আবার যাতায়াত করেন লোকাল ট্রেনের যাঁরা দূরে যাবেন, তাঁরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখেন। কিন্তু শহরতলির যাত্রীদের একাংশ কিন্তু টিকিট কাটেন না। বিনা টিকিটেই ওঠে লোকাল ট্রেনে। মাঝে মাঝে ধরা পড়লেও, বেশির সময়েই পৌঁছে যান গন্তব্য়ে।

    এদিকে আর্থিক ক্ষতির মুখে পড়ে রেল। জনসচেতনতামূলক প্রচারেও হুঁশ ফিরছে না যাত্রীরা! পূ্র্ব রেলের সিদ্ধান্ত, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করতে রীতিমতো চিরুণি তল্লাশি চলবে হাওড়া স্টেশনের সমস্ত গেটেই। এরপর যাত্রীদের চিহ্নিত করে হাজির করানো হবে ক্যাম্পে কোর্টের বিচারকের সামনে! অপরাধের গুরুত্ব বুঝে ব্যবস্থা নেবেন তিনি।

  • Link to this news (২৪ ঘন্টা)