আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্নতে সরকারি আমলা এবং পুলিশদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নতে ফের বৈঠক। বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পি চিদম্বরম। এদিনই কলকাতায় পৌঁছন বর্ষীয়ান কংগ্রেস নেতা। সূত্রের খবর, বিমানবন্দর থেকেই সোজা তিনি যান নবান্নতে। জানা যাচ্ছে, অন্তত ৪০ মিনিট বৈঠক হয়েছে দুজনের। তবে কী প্রসঙ্গে এই বৈঠক, তা জানা যায়নি এখনও। সদ্য মিটেছে ভোট। এক দশক পর বিরোধী আসন ফিরে পেয়েছে হাত শিবির। ২৪ জুন বসবে সংসদের প্রথম অধিবেশন। লোকসভার অধিবেশনের আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিক মহলের মতে, দিল্লি থেকে সোনিয়া-রাহুলের বার্তা কলকাতায় নিয়ে এলেন বর্ষীয়ান নেতা।