• ৫০ কোটি হোয়াটস অ্যাপ নম্বর নাকি বেচে দেওয়া হচ্ছে গোপনে, কী বলছে WhatsApp?
    হিন্দুস্তান টাইমস | ২৯ নভেম্বর ২০২২
  • সিং রাহুল সুনীল কুমার

    সম্প্রতি খবরে উঠে এসেছিল প্রায় ৫০ কোটি হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর নম্বর বিক্রি করা হয়েছে। দাবি করা হয়েছিল হ্যাকিং কমিউনিটি ফোরামে নাকি সম্প্রতি দাবি করা হয়েছিল ২০২২ সালের ডেটাবেস প্রায় ৪৮.৭ কোটি হোয়াটস অ্য়াপ ব্যবহারকারীদের মোবাইল নম্বর বিক্রি করে দিয়েছে।

    তবে হোয়াটস অ্য়াপ অবশ্য এই দাবি নাকচ করে দিয়েছে।ভিত্তিহীন স্ক্রিনশট দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তাদের তরফ থেকে বলা হয়েছে হোয়াটস অ্য়াপ থেকে ডেটা লিকের কোনও প্রমাণ নেই।

    এদিকে সাইবার নিউজে প্রথম এই খবরটি সামনে আসে। ৮৪টি দেশের হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর নম্বর বিক্রি করা হচ্ছে বলে দাবি করা হয়। তার মধ্যে ইতালি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সৌদি আরবের দেশগুলি রয়েছে। অভিযোগ করা হয়, ৩২ মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর, ৩৫ মিলিয়ন ইতালির ব্যবহারকারীর, ১১ মিলিয়ন ব্রিটিশ ব্যবহারকারীর, ও ১০ মিলিয়ন রাশিয়ান ব্যবহারকারী নম্বর বেচে দেওয়া হয়েছে।

    ক্রিপটোকারেন্সি বদলের একটি সংস্থার সিইও টুইট করে জানান ডার্ক ওয়েবে ৪৮৭ মিলিয়ন হোয়াটস অ্য়াপ নম্বর বিক্রির জন্য আনা হয়েছে।মনে হচ্ছে এই নম্বরগুলি কার্যকরী। এনিয়ে সতর্ক থাকা দরকার। কারণ এই নম্বরগুলিতে নানা ধরনের সন্দেহজনক বার্তা পাঠানো হতে পারে।

    এদিকে হোয়াটস অ্যাপের তরফে দাবি করা হয়েছে, যেগুলির কথা বলা হচ্ছে তা সবই ফোন নম্বর। এগুলি হোয়াটস অ্য়াপ ব্যবহারকারীর বিবরণ নয়।

    তবে সাইবার নিউজের তরফ থেকে অবশ্য় পরে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের তথ্য় হ্যাক হয়েছে বা লিক করেছে এনিয়ে প্রামাণ্য কিছু নেই। এই লিকের ব্যাপারটি হয়তো এমন হতে পারে যে এটা সরানো হচ্ছিল, তবে তার মানে এটা নয় যে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের জন্য় তা কম ক্ষতিকারক।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)