তীব্র গরম থেকে মিলেছে মুক্তি, শুক্রবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা ...
আজকাল | ২১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তীব্র অস্বস্তি থেকে মিলেছে মুক্তি। বৃহস্পতিবারের বৃষ্টির পর তাপমাত্রাও কিছুটা কমেছে। শুক্রবার সকাল থেকেও আকাশের মুখভার। শুক্রবারও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। ফের গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। যদিও বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। সিকিম–সহ উত্তর–পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।