• ‌গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার, মৎস্যজীবীদের খোঁজ চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ...
    আজকাল | ২১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার। নিখোঁজ ১৩ মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই সুন্দরবন এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে। ডুবে যাওয়া ট্রলারটির নাম মাতৃ আসিয়া। ১৫ জুন রায়দিঘি ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। গত সোমবার থেকে মৎস্যজীবী সহ ট্রলারের খোঁজ না মেলায় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জেলা মৎস্য দপ্তর ও প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সমুদ্রে ট্রলার সহ মৎস্যজীবীদের খোঁজ চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। এদিকে, গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে যায় অন্য একটি ট্রলার। তবে কাছাকাছি মাছ ধরতে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন। 
  • Link to this news (আজকাল)