এখনই কার্যকর নয় নয়া আইন, মোদিকে চিঠি লিখলেন মমতা
আজকাল | ২১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র জানিয়েছে ১ জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর হবে নয়া তিন আইন। অর্থাৎ কেন্দ্রের পাশ করানো নয়া ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল কার্যকর হবে আগামী মাসে। তবে এখনই নয়া বিল কার্যকর না করে পিছিয়ে দেওয়া হোক।বদলে নবনির্বাচিত সাংসদদের পুনরায় আলোচনার সুযোগ দেওয়া হোক, এই মর্মে মোদিকে চিঠি দিলেন মমতা।
গত বছর একসঙ্গে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে কেন্দ্র নয়া তিন আইন পাশ করায়। শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে এসেছে বিরোধীরা। তাদের বক্তব্য, তৎকালীন মোদি সরকার যখন ২০ ডিসেম্বর সংসদে এই তিন আইন বিল পাশ করিয়েছে, তখনই নজিরবিহীন ভাবে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড ছিলেন ১৪৬ জন সাংসদ। অর্থাৎ নির্বাচিত সাংসদরা তাঁদের মতামত জানাতে পারেননি। পুনরায় বিষয়টির মূল্যায়নের দাবি জানিয়ে কার্যকরের দিন পিছিয়ে দেওয়ার জন্য চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।