আজকাল ওয়েবডেস্ক: বেলুড়ে মন্দিরে দুঃসাহসিক চুরি। বৃহস্পতিবার মধ্যরাতে বেলুড়ের চাঁদমারী নেতাজি নগরে অবস্থিত শীতলা মন্দিরে হানা দেয় এক দুষ্কৃতী। চুরি করে নিয়ে যায় বহুমূল্যের গয়না। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা কাণ্ড। সেই সূত্র ধরেই দুষ্কৃতীকে ধরার চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দুষ্কৃতী রড নিয়ে মন্দিরে ঢুকছে। তার পর মূল গেটের মধ্যে দিয়ে বাঁকা রড ঢুকিয়ে দিয়ে ঠাকুরের মূর্তি টেনে ফেলে দেয়। এর পর কাছে টেনে এনে ঠাকুরের গা থেকে সমস্ত গয়না খুলে নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।