আজকাল ওয়েবডেস্ক: পিকআপ ভ্যানে ছাগল নিয়ে যাচ্ছিলেন, মাঝ রাস্তায় বিপত্তি। দুর্ঘটনায় ভ্যান উল্টে মৃত ৪। তাঁরা হলেন সুধীর গড়াই, পাটু গড়াই, অনাদি গড়াই এবং দুঃখহরণ গড়াই। জানা গিয়েছে, আরও ৯ জন আহত হয়েছেন দুর্ঘটনায়, যাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ৬ জনের চিকিৎসা চলছে দেবেন মাহাতো হাসপাতালে, আশঙ্কাজনক ৩ জনকে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খণ্ডে। চলছে চিকিৎসা। দুর্ঘটনার খবরে শোকের ছায়া পরিবারে, শোকতপ্ত এলাকা।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে শুক্রবার সকালে দুই গ্রামের বেশ কয়েকজন মিলে পিকআপ ভ্যানে ছাগল নিয়ে যাচ্ছিলেন পুরুলিয়া শহরের দিকে। আইমুণ্ডি গ্রামের কাছে আচমকা বিপত্তি ঘটে। জানা গিয়েছে ভ্যানের চাকা ফেটে উল্টে যায় সেটি। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন সকলকে, ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সকলকে উদ্ধার করে দেবেন মাহাতো হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়।