আজকাল ওয়েবডেস্ক: কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক-সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়র ও প্রশাসনিক কর্তাদের বৈঠকে পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মেজাজ হারিয়ে তিনি বলেন, “এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে?” পাশাপাশি প্রতিটি পুরসভায় প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবায় গতি বৃদ্ধি করতে নির্দেশ দিলেন তিনি। নগরনিগম ছাড়াও হলদিয়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদের কর্তাদেরও একাধিক ইস্যুতে পরামর্শও দিয়েছেন তিনি। জেলাভিত্তিক ও বিভাগীয় প্রশাসনিক রিপোর্ট পেয়ে তিনি এদিন এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, আগামী সোমবারই রাজ্যের ১২১ টি পুরসভার পুরপ্রধান ও প্রশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন। এদিনের মতো ওই ২৪ জুনের বৈঠকেও থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিবরা।