• বিধানসভার ডেপুটি চিফ হুইপ হলেন দেবাশিস কুমার
    আজকাল | ২১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জল্পনায় সিলমোহর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সই করলেন ফাইলে, আর তার পরেই বিধানসভার ডেপুটি চিফ হুইপ পদে বসলেন বিধায়ক দেবাশিস কুমার। তবে এর আগে এই পদে ছিলেন তাপস রায়। তৃণমূলের বিধায়ক তাপসকে এই পদে বসানো হলেও, এখন তিনি গেরুয়া শিবিরের সদস্য। লোকসভা ভোটের আগে একগুচ্ছ কারণ দেখিয়ে ঘাসফুল শিবির ছেড়েছেন। শুধু তাই নয়, কলকাতা উত্তর থেকে সুদীপ ব্যানার্জির বিপরীতে ভোটও লড়েছিলেন। যদিও তাতে হার হয়েছে তাঁর। অন্যদিকে তাপস তৃণমূল ছাড়ায় বরানগর বিধানসভায় উপনির্বাচন হয়েছে। তাপস বারবার বিজেপি প্রার্থী সজল ঘোষের জয় নিয়ে আশা প্রকাশ করলেও তৃণমূলের সায়ন্তিকা বিধায়ক হয়েছেন। এবার বিধানসভার ডেপুটি চিফ হুইপ পদেও তাঁর জায়গায় বসলেন দেবাশিস কুমার। উল্লেখ্য, ২১-এর বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বিধানসভার চিফ হুইপ হচ্ছেন নির্মল ঘোষ এবং ডেপুটি চিফ হুইপ পদে বসছেন তাপস রায়।
  • Link to this news (আজকাল)