• সারের কালোবাজারির অভিযোগে আট মাইলে সড়ক অবরোধ
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • সংবাদদাতা, পুরাতন মালদহ:  রাসায়নিক সারের  কালোবাজারির অভিযোগ তুলে সোমবার ফের পথ অবরোধে উত্তাল হয় উঠল পুরাতন মালদহের  আট মাইল এলাকা।  এদিন সকালে শতাধিক কৃষক  সারের  কালোবাজারির অভিযোগ তুলে এলাকায় তুমুল বিক্ষোভ দেখান।  ফলে এর রেশ পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।  বিক্ষোভের জেরে জাতীয় সড়কে  দু’ঘণ্টা স্তব্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নাকাল হন নিত্যযাত্রীরা। বিক্ষোভ চলাকালীনই একাধিক গাড়ির চালকের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় বচসা হয়। পরে মালদহ থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  বিক্ষোভকারীদের অভিযোগ, রাসায়নিক সারের কারচুপি ও কালোবাজারি চলছে। আলু চাষের সময় তাঁরা সার পাচ্ছেন না। এদিন বিক্ষোভ চলাকালীন কৃষিদপ্তরের আধিকারিকেরা  ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে  অবরোধ উঠে যায়। 

    মালদহ থানার আইসি হীরক বিশ্বাস বলেন, রাসায়নিক সার নিয়ে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন। আমরা  পরিস্থিতি সামাল দিয়েছি। এবিষয়ে আন্দোলনকারী  এক প্রান্তিক কৃষক  শম্ভুনাথ রাজবংশী বলেন,  পর্যাপ্ত  রাসায়নিক সার মিলছে না। যে কারণে আমরা আলু চাষ করতে  সমস্যায় পড়েছি।  এনিয়ে একাধিকবার আন্দোলন হয়েছে। তার মধ্যেও কালোবাজারি হচ্ছে। তাই আমরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। প্রশাসনকে এনিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। মালদহ জেলা কৃষিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সৌমেন্দ্রনাথ দাস বলেন, আমদের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁরা যে রিপোর্ট দেবেন আমরা সেইমতো পদক্ষেপ করব। 
  • Link to this news (বর্তমান)