• রাতের মেট্রোয় বাড়ি ফিরবেন? জেনে নিন কোন স্টেশনে কোন গেট খোলা
    এই সময় | ২২ জুন ২০২৪
  • কলকাতা মেট্রোর তরফে রাতে পরীক্ষামূলকভাবে যে পরিষেবা দেওয়া হচ্ছিল তার সময় ২০ মিনিট এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী ২৪ জুন থেকে রাত ১১টার পরিবর্তে ১০টা ৪০ মিনিটে দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে মেট্রগুলি। এক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে বেশিরভাগ স্টেশনে আরও গেট খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম এবং কবি সুভাষের মতো স্টেশনগুলিতে যাত্রীদের জন্য ১০০% গেটই খোলা থাকছে।এছাড়া দমদম, বেলগাছিয়া, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, ময়দান এবং মহানায়ক উত্তম কুমারের মতো স্টেশনগুলিতে খোলা থাকছে ৬০%-এরও বেশি গেট। শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, চাঁদনি চক, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং রবীন্দ্র সরোবরের মতো স্টেশনগুলিতে যাত্রীদের যাতায়াতের জন্য খোলা থাকছে ৫০% গেট। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন স্টেশনে কোন কোন গেট খোলা থাকছে।

    ১. দম দম - গেট নং ১ (উত্তর দিকে গেট) এবং গেট নং ৪ (দক্ষিণ দিকের গেট)

    ২. বেলগাছিয়া - গেট নং ১ (দুধ কলোনি গেট) এবং গেট নং ৩ (রাজবাড়ি গেট)

    ৩. শ্যামবাজার - গেট নং ১ (ফাইভ পয়েন্ট ক্রসিং) এবং গেট নং ৪ (ভুপেন বোস অ্যাভিনিউ)

    ৪. শোভাবাজার-সুতানুটি - গেট নং ১ (গ্রে স্ট্রিট গেট) এবং গেট নং ৩ (লাল মন্দির গেট)

    ৫. গিরিশ পার্ক - গেট নং ১ এবং গেট নং ৩

    ৬. মহাত্মা গান্ধী রোড - গেট নং ১ (মহাজাতি সদন গেট) এবং গেট নং ২ (মেছুয়া গেট)

    ৭. সেন্ট্রাল - গেট নং ২ (লাল বাজার গেট), গেট নং ৪ (লরেটো স্কুল গেট) এবং গেট নং ৬ (মেডিক্যাল কলেজ গেট)

    ৮. চাঁদনি চক - গেট নং ১ (হিন্দুস্তান বিল্ডিং গেট), গেট নং ৪ (যোগযোগ ভবন গেট) এবং গেট নং ৫ (এয়ারলাইন্স গেট)

    ৯. এসপ্ল্যানেড - গেট নং ১ (রানি রাসমনি গেট), গেট নং ২ এবং গেট নং ৫

    ১০. পার্ক স্ট্রিট - গেট নং ১ (মিউজিয়াম গেট), গেট নং ২ এবং গেট নং ৩

    ১১. ময়দান - গেট নং ১ (ইলিয়ট পার্ক গেট) এবং গেট নং ২ (জীবন দীপ গেট)

    ১২. রবীন্দ্র সদন - গেট নং ২ (নন্দন গেট) এবং গেট নং ৩ (সংরক্ষণ গেট)

    ১৩. নেতাজি ভবন - গেট নং ২ (আশুতোষ মুখার্জী রোড গেট) এবং গেট নং ৪ (জগুবাবুর বাজার গেট)

    ১৪. যতীন দাস পার্ক - গেট নং ১ (হাজরা মোড় গেট), গেট নং ৩ (ক্যান্সার হাসপাতালের গেট) এবং গেট নং ৫ (উত্তম মঞ্চ গেট)

    ১৫. কালীঘাট - গেট নং ১ (কালী মন্দির গেট), গেট নং ৩ (টালিগঞ্জ অটো স্ট্যান্ড গেট) এবং গেট নং ৪

    ১৬. রবীন্দ্র সরোবর - গেট নং ১ (মেইন গেট, পূর্ব রেল গেটের বিপরীতে) এবং গেট নং ৬

    ১৭. মহানায়ক উত্তম কুমার - গেট নং ১ এবং গেট নং ২ (মেন গেট)

    ১৮. নেতাজি - সমস্ত গেট

    ১৯. মাস্টারদা সূর্য সেন - সমস্ত গেট

    ২০. গীতাঞ্জলি - সমস্ত গেট

    ২১. কবি নজরুল - সমস্ত গেট

    ২২. শহিদ ক্ষুদিরাম- সমস্ত গেট

    ২৩. কবি সুভাষ - সমস্ত গেট

    রাতের মেট্রো পরিষেবায় যাত্রীদের এই গেটগুলিই ব্যবহার করার অনুরোধ জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে।
  • Link to this news (এই সময়)