• যাদবপুরে প্রথম কোন কাজটি করবেন? বিজয় মিছিল থেকে বার্তা সায়নীর
    এই সময় | ২২ জুন ২০২৪
  • যাদবপুর মুখ ফেরায়নি। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি জিতেছেন প্রায় আড়াই লাখ ভোটে। তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ এবার সংসদে যাচ্ছেন। তবে, নিজের সংসদীয় এলাকায় প্রথম কোন কাজ করতে চান তিনি? জানালেন সংসদ নিজেই।যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ জানান, এলাকায় প্রচারে বেরিয়ে যে সমস্ত সমস্যার কথা মানুষের কাছে শুনেছেন, সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর এই সমস্ত সমস্যার সমাধানে সবার আগে উদ্যোগী হবেন বলে জানালেন সায়নী ঘোষ। উন্নয়নের কাজে সবাইকে সঙ্গে নিয়ে টিম হিসেবে কাজ করার বার্তাও দিলেন তিনি।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন,’ নির্বাচনে মানুষ আমাকে আশীর্বাদ করেছে দুই হাত ভরে, এবার তাঁদেরকে ফিরিয়ে দেওয়ার পালা। খুব ভালো এক্সপেরিয়েন্স। মানুষকে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা সুযোগ দিয়েছে, যাতে সংসদে গিয়ে তাঁদের প্রতিনিধিত্ব করতে পারি।’ এরপরেই সায়নী জানান, প্রচার করতে গিয়েই বেশ কিছু অসুবিধার কথা মানুষের কাছে শুনেছেন তিনি। সেই কাজগুলিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে। যাদবপুরের বিভিন্ন প্রকল্প নিয়ে যাতে সংসদে যাতে আওয়াজ তোলা যায়, সেই চেষ্টা করবেন বলে জানান সায়নী।

    নির্বাচনে জেতার পর শুক্রবার বারুইপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিজয় মিছিলের আয়োজন করা হয় বারইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার বিকালে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একটি বর্ণাঢ্য বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।

    বিজয় মিছিল শুরু হয় বারুইপুর ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্সের সামনে থেকে। মিছিল শেষ হয় বারুইপুর রাস মাঠে। নব নির্বাচিত সাংসদ ছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাধিপতি কানন দাস, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, বারইপুর পুরসভার পুরপ্রধান সহ একাধিক পুর পিতা ও পুর মাতারা। বারইপুর পশ্চিম বিধানসভায় দশটি পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান ও মহিলা তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাজির ছিলেন মিছিলে। নতুন সাংসদ এলাকার জন্য কী কাজ করেন, সেটা দেখার অপেক্ষায় যাদবপুরবাসী।
  • Link to this news (এই সময়)