পশ্চিমবঙ্গে কীভাবে কংগ্রেসকে শক্তিশালী করা যায়? দু'দিনের চিন্তন শিবির হবে রাজ্যে...
আজকাল | ২২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে দু'দিনের চিন্তন শিবির করতে চলেছে কংগ্রেস। যে বৈঠকে জেলা থেকে রাজ্যের সর্বোচ্চ স্তরের নেত্রীবৃন্দ উপস্থিত থাকবেন। রাজ্যে কংগ্রেসকে কীভাবে আরও চাঙ্গা করে আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যায় এবং কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সে সম্পর্কে আলাপ আলোচনার পাশাপাশি কীভাবে সংগঠনকে একেবারে নিচুতলা থেকে শক্তিশালী করে গড়ে তোলা যায় তার বিশদে আলোচনা এই শিবিরে হবে বলে জানা গিয়েছে। এবিষয়ে এআইসিসি'র অন্যতম সম্পাদক কংগ্রেস নেতা রণজিৎ মুখার্জি বলেন, 'শুক্রবার রাজ্য কংগ্রেসের একটি বৈঠক হয়েছে। কিন্তু একদিনের বৈঠকে তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়। সেজন্যই সিদ্ধান্ত হয়েছে দু'দিনের চিন্তন শিবির আয়োজন করা হবে। অন্যান্যদের সঙ্গে সেই শিবিরে থাকবেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর।'
রাজ্যে লোকসভা নির্বাচনের পর শুক্রবার মৌলালি যুব কেন্দ্রে ছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির জরুরি বর্ধিত সভা। ছিলেন বহরমপুরে পরাজিত কংগ্রেস প্রার্থী ও রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খানচৌধুরী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর-সহ অন্যরা। ছিলেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস প্রার্থীরা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের সভায় বক্তব্য পেশ করতে গিয়ে অধীর জানান, লোকসভা নির্বাচনের প্রার্থী বা রাজ্যে বামেদের সঙ্গে জোট, কোনও সিদ্ধান্তই তাঁর একার নয়। দলের সর্বোচ্চ স্তর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেকে এদিনও 'বিপিএল এমপি' বা গরীব সাংসদ বলে উল্লেখ করেন তিনি। যদিও রাজ্যে কংগ্রেস কমিটির 'রিশাফল' বা পুনর্বিন্যাসের যে রেজোলিউশন এদিন নেওয়া হয়েছে সেখানে অধীরকে সরানো নিয়ে কোনও জল্পনার অবকাশ নেই বলেই অধীর শিবিরের দাবি। অধীর ঘনিষ্ঠ এক নেতার কথায়, পুনর্বিন্যাস তো অধীর চৌধুরীকে রেখেও হতে পারে। এটা কেন ভাবা হচ্ছে পুনর্বিন্যাসের ফলে অধীরকে সরে যেতে হবে!