২৬ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের...
আজকাল | ২২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। পরে সেই মেয়াদ বাড়িয়ে ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিল এখনই কেন্দ্রীয় বাহিনী সরছে না রাজ্য থেকে। আগামী ২৬ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে বাহিনী।
শুক্রবার এই মামলায় আদালতে শুনানি চলাকালীন কেন্দ্রের আইনজীবী জানান, রাজ্যে এখনও ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে। রাজ্য সরকারের তরফে বিরোধিতা করা হলেও তা ধোপে টেকেনি। আদালত কেন্দ্রীয় বাহিনী আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ফলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে ২৬ জুন পর্যন্ত।