• সরকারি বোর্ডে নর্দমা তৈরির কথা লেখা, অথচ শুরু হয়নি কাজ
    আজকাল | ২২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে সরকারি বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নিকাশি সমস্যা মেটানোর জন্য প্রায় ৪২ লক্ষ টাকা ব্যায়ে জানুয়ারি মাস থেকে নর্দমা নির্মাণের কাজ শুরু হয়েছে। অথচ বাস্তবে ওই এলাকায় নর্দমা তৈরির কাজ এক ছটাকও হয়নি বলে অভিযোগ। ফলে আসন্ন বর্ষাতে সাগরদিঘি বাজারের বিস্তীর্ণ অংশ ফের একবার ডুবে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

    প্রত্যেক বছর বর্ষাকালে একটু ভারী বৃষ্টি হলেই সাগরদিঘি বাজার এলাকার নাককাটিতলা মন্দির থেকে সাগরদিঘি গার্লস হাই স্কুল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। এলাকাবাসীর বক্তব্য, ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়। সাগরদিঘি বাজার এলাকায় জল নিকাশি সমস্যা মেটানোর জন্য এবছর লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের তরফ থেকে তড়িঘড়ি টেন্ডার ডেকে ওই এলাকায় পাকা নর্দমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাজে বরাদ্দ হয় প্রায় ৪২ লক্ষ টাকা। 

    ১৭৭ মিটার লম্বা ওই নর্দমাটি নির্মাণের বরাত পেয়েছিলেন জনৈক গোপীনাথ চ্যাটার্জি। সরকারি বোর্ডে এবছর ২২ জানুয়ারি থেকে নর্দমা নির্মাণের কাজ শুরু হয়েছে বলে লেখা থাকলেও বাস্তবে যে সেখানে কোনও কাজ হয়নি তা স্বীকার করে নিয়েছেন ওই নর্দমা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্তা গোপীনাথ চ্যাটার্জী স্বয়ং।তিনি বলেন, 'জেলা পরিষদের তরফ থেকে কাজের যে শিডিউল দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমি দরপত্র দিয়েছিলাম। কিন্তু কাজ শুরু করতে গিয়ে আমি দেখতে পেয়েছি ওই এলাকায় নর্দমা তৈরির জন্য পর্যাপ্ত জমি নেই। কিছুটা অংশের কাজ করতে রেলের অনুমতি দরকার ,যা এখনও আমি পাইনি।' তিনি আরও দাবি করেন, 'জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে সমস্ত শীর্ষ আধিকারিকেরা এই বিষয়টি জানেন। তারা মৌখিকভাবে আমাকে জানিয়েছেন পুরনো শিডিউল মেনে এখানে নর্দমা নির্মাণের কাজ করা সম্ভব নয়। লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি কাজ শুরুর জন্য ওই বোর্ড বসানো হয়েছিল। যেহেতু এখনও আমার 'ওয়ার্ক অর্ডার' বাতিল হয়নি তাই বোর্ডটি ওখান থেকে সরানো হয়নি।'
  • Link to this news (আজকাল)