অপারেশন হবে চোখে, নিউটাউনের হাসপাতালে মুখ্যমন্ত্রী
আজকাল | ২২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার নিউটাউনের বেসরকারি চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, তাঁর চোখে অপারেশন হবে। গত বুধবার ওই একই হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার সময় তাঁর চোখে কিছু সমস্যা ধরা পড়ে। অপারেশনের জন্য হাসপাতালে পৌঁছেছেন মমতা।
হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর চোখে ইমম্যাচিওরড ক্যাটারাক্ট ধরা পড়েছে। তবে অফিশিয়ালি কিছু জানানো হয়নি এখনও মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচারের ব্যাপারে। নির্বাচনের আগে স্পেন সফর থেকে ফিরে পায়ের সমস্যায় এসএসকেএম গিয়েছিলেন মমতা। কিছুদিন বিশ্রাম নিয়ে পুরোদমে ভোটের প্রচার সেরেছেন। আর নির্বাচনের পর চোখের সমস্যায় হাসপাতালে ভর্তি হলেন তিনি।