• সরকারি জমি দখল রুখতে বিশেষ কমিটি গড়ল নবান্ন
    আজকাল | ২২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার পুলিশ এবং আমলাদের সঙ্গে বৈঠকে সরকারি জমি দখল নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এরপরেই শুক্রবার জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল নবান্ন। শীর্ষ স্তরের আমলাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই কমিটিতে রয়েছেন আইএএস মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

    মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, পুর এলাকায় বিভিন্ন প্রকল্পের জন্য নির্ধারিত জমি বেদখল হয়ে যাচ্ছে। সেই ঘটনা রুখতে পুর দপ্তর এমনকি পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মমতার ভর্ৎসনার মুখে পড়তে হয় সিপি বিনীত গোয়েলকে। তালিকা অনুযায়ী শুধু কলকাতা নয় জেলাতেও এই ঘটনা ঘটেছে। নবান্ন সূত্রে খবর, কোন দপ্তরের কত পরিমাণ জমি রয়েছে, তার বিস্তারিত তালিকা বানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরেই সক্রিয় হয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে নবান্নের তরফে।
  • Link to this news (আজকাল)