নলহাটিতে মহিলা ও শিশুপুত্রের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ...
আজকাল | ২২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বীরভূম ও মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা নলহাটিতে মহিলা ও শিশুপুত্রের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার সকালে নলহাটির নাকপুর চেকপোস্টের কাছে গম্ভীরা সেতুর নিচ থেকে দেহ দুটি উদ্ধার হয়। এদিন সকালে কৃষকরা চাষের কাজে যাওয়ার সময় গম্ভীরা সেতুর কাছে হাইটেনশন বিদ্যুতের খুঁটির কাছে দেহ দুটি পড়ে থাকতে দেখেন। ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে দেহ দুটি পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, বোরখা পরিহিত মৃত মহিলার আনুমানিক বয়স ২৫ বছর। মৃত শিশুটির বয়স বছর পাঁচেক হবে। মহিলার গলায় ও তলপেটে চারটি ক্ষতচিহ্ন ছিল। পরণের চুড়িদারও অগোছালো ছিল। শিশুটির শরীরে ছিল দুটি ক্ষতচিহ্ন। পুলিশের অনুমান, ওই মহিলাকে অন্য কোনও এলাকায় ধর্ষণের পর খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জাতীয় সড়কে থাকা সিসি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ।