আজকাল ওয়েবডেস্ক: মরশুমের প্রথম ইলিশ এল ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে। জানা গেছে, তিন টন ইলিশ ঢুকেছে। যা বিক্রি হচ্ছে ১৪০০ টাকা প্রতি কেজি হিসাবে। ১৫ জুন থেকে মাছ ধরতে আবার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন ডায়মন্ড হারবারের মৎস্যজীবীরা। জালে উঠছে ইলিশ। সেই ইলিশই শুক্রবার এল নগেন্দ্র বাজারে। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার জানান, ‘মরশুমের শুরুতেই জালে ইলিশ দেখা দিয়েছে। পরিমাণে কম হলেও ইলিশগুলি সাইজে বেশ বড়। এবার ভাল সাইজের ইলিশ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে।’