ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, খড়দার যুবক ভর্তি হাসপাতালে...
আজকাল | ২২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ছেলেধরা সন্দেহে গণপিটুনি। হাসপাতালে ভর্তি খড়দার যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দার রুইয়া এলাকায়। আক্রান্ত যুবকের নাম নাজির হুসেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ব্যারাকপুর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত নাজির রুইয়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে এলাকা দিয়ে যাওয়ার সময় ছেলেধরা সন্দেহে কয়েক জন তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলে মারধর করা হয় নাজিরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাজিরকে উদ্ধার করে রহড়া থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। নাজিরের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রসঙ্গত, কিছুদিন ধরেই উত্তর ২৪ পরগনার বারাসত অঞ্চলে ছেলেধরা গুজব ছড়িয়েছে। কাজিপাড়ায় এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা থেকেই এই গুজব ছড়ায়। পুলিশের তরফে ‘ছেলেধরা’ গুজব রুখতে লাগাতার সচেতনতা প্রচার করা হচ্ছে। তারপরেও শুক্রবার সন্ধেয় অশোকনগরের ভরকুন্ডা পঞ্চায়েতের পুমলিয়া বাজারে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে শিশু অপহরণকারী সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর রাতে উত্তর ২৪ পরগনায় খড়দায় এই কান্ড।