• সামশেরগঞ্জে বোমাবাজি, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
    আজকাল | ২২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অ্যালুমিনিয়াম কারখানাতে কাজ শুরু করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মহব্বতপুর গ্রাম। শুক্রবার বিকেলে এই ঘটনায় বোমাবাজির অভিযোগ ওঠে। কয়েক রাউন্ড গুলিও চলে। নুর ইসলাম শেখ নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মহব্বতপুর গ্রামে গত কয়েক বছর আগে একটি অ্যালুমিনিয়াম গলানোর কারখানা গড়ে ওঠে। অভিযোগ, কারখানার মালিক গাজীরুউদ্দীন শেখ বেআইনিভাবে বিভিন্ন রাসায়নিক এনে কারখানাতে অ্যালুমিনিয়াম গলানোর কাজ করতেন। বেআইনি ওই রাসায়নিক থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হত।

    গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সম্প্রতি কারখানাটি বন্ধ হয়ে যায়। শুক্রবার দুপুরে কারখানার মালিক গাজীরুউদ্দীন শেখ কয়েকজন কর্মীকে দিয়ে নিজের কারখানার ভেতরেই একটি ছোট জলাধার তৈরি করার কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় কিছু গ্রামবাসীকে নিয়ে তৃণমূলের একটি গোষ্ঠী গিয়ে সেই কাজে বাধা দেয়। গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকায় কারখানাটি চালানোর জন্য তৃণমূলের এক জেলা পরিষদ সদস্য গাজীরুউদ্দীন শেখকে মদত দিচ্ছেন। অন্যদিকে তৃণমূলের অন্য গোষ্ঠীর অভিযোগ, কারখানাটির সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের কিছু সমর্থক গায়ের জোড়ে কারখানাটি বন্ধ করে দিতে চাইছেন। যদিও তৃণমূল বিধায়ক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। শুক্রবার বিকেলে জলাধার তৈরিকে কেন্দ্র করে বিবাদ চরমে উঠলে হঠাৎই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। বোমা পড়তে থাকে গোটা এলাকাতে। পরে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
  • Link to this news (আজকাল)