• সুন্দরবনে ১৩ মৎস্যজীবীকে নিয়ে ডুবল ট্রলার, নিখোঁজ ১৩ মৎস্যজীবী
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুন ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি-  বর্ষার শুরুতেই সমুদ্রে জোড়া দুর্ঘটনা৷ মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের নিয়ে মাঝ সমুদ্রে উল্টে গেল ট্রলার৷ তাতেই নিখোঁজ হয়েছেন ১৩ জন  মৎস্যজীবী৷ অন্যদিকে আরও একটি ট্রলার যেটি গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছিল তার  জলের হোস্ট পাইপ ফেটে গিয়ে ঘটে বিপত্তি৷ সেটিও ডুবে যায় সমুদ্রে ৷

    দুর্ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছাকাছি৷ প্রাাথমিকভাবে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই সুন্দরবন এলাকার বাসিন্দা৷  সমুদ্রে ট্রলার ডুবে যাওয়ার পর  নিখোঁজ  ১৩  জন  মৎস্যজীবীকে  উদ্ধারের জন্য দ্রুত চেষ্টা চলছে৷  নিখোঁজ  মৎস্যজীবীরা যে ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন সেই  ট্রলারটির নাম মাতৃ আসিয়া বলেই জানা গিয়েছে৷  রায়দিঘি ঘাট থেকে ট্রলারটি  ১৫ জুন মাঝ সমুদ্রের উদ্দেশ্য রওনা দিয়েছিল৷ সেটাই গত সোমবার থেকে মৎস্যজীবী সহ ট্রলারের খোঁজ মিলছিল না৷ বিষয় গুরুতর বুঝতে পেরেই জেলা মৎস্য দফতর ও প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানায় মৎস্যজীবী সংগঠন৷ তারপর থেকেই উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ ট্রলার ও তাতে থাকা মানুষদের খোঁজে তল্লাশি  চালাচ্ছে৷

    অন্যদিকে জলের হোস্ট পাইপ ফেটে যে ট্রলারটি ডুবে গিয়েছিল তাতে থাকা  ১৮জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে৷ ওই ট্রলারটি ডুবে যাওয়ার পর  কাছাকাছি মাছ ধরতে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলার এগিয়ে আসায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ ১৮জন মৎস্যজীবী সুস্থ রয়েছেন৷ তাঁদেরকে তীরে ফেরানোর চেষ্টা  করছে  মৎস্যজীবী সংগঠন৷ তবে নিখোঁজ ট্রলার ও  ১৩ মৎস্যজীবীকে নিয়ে উদ্বেগ বাড়ছে৷

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)