• ছেলের বিয়ের খবর না জানানোয় জরিমানা, বচসার জেরে যুবক খুন
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুন ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা: সালিশি সভায় এক যুকককে খুনের অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার তোফাপুর দক্ষিণপাড়া গ্রামে৷ মৃত যুককের নাম ওয়াসিকুল ওরফে টনি শেখ (৩৬)৷ তাঁকে খুনের অভিযোগ উঠেছে আব্দুল রাকিবের বিরুদ্ধে৷  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

    জানা গেছে, আব্দুলের ছেলে পালিয়ে বিয়ে করেছিলেন৷ ছেলের বিয়ের খবর গ্রামের মানুষদের জানাননি বলে গ্রামের লোকজন তাঁর উপর ক্ষুব্ধ ছিলেন৷  এই বিষয়টি মীমাংসা করতে বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশি সভা বসে৷ ছেলে পালিয়ে বিয়ে করায় ও বিয়ের খবর গ্রামের মানুষকে না জানানোয় আব্দুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷  সেই টাকা দিতে অস্বীকার করেন আব্দুল৷  এই নিয়ে শুরু হয় গন্ডগোল৷ সেই সময় টনি জানান, কোনও অবস্থাতেই জরিমানা রদ করা যাবে না৷ ঝামেলার জেরে আব্দুল প্রথমে সালিশি সভা ছেড়ে চলে গিয়েছিলেন৷ কিছুক্ষণ পরে ফিরে এসে ছুরি দিয়ে টনির উপর হামলা চালান৷
    গুরুতর জখম অবস্থায় টনিকে উদ্ধার করে অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, খুনের পর থেকে অভিযুক্ত আব্দুল রাকিব পলাতক৷ তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)