• কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতায় আজও কেঁপে উঠছেন শৌনক-তন্ময়
    এই সময় | ২২ জুন ২০২৪
  • কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে ধনেখালির তন্ময় ঘোষ এবং শৌনক সাহাকে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও গায়ে কাঁটা দিচ্ছে তাঁদের। শনিবার সকালে তাঁরা ধনেখালিতে নিজেদের বাড়িতে ফিরেছেন। দুর্ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। ঠিক কী ঘটেছিল সেদিন? দুর্ঘটনার সেই তিক্ত অভিজ্ঞতার বিবরণও দিলেন তাঁরা।তন্ময় জানান, তাঁরা তৃতীয় নম্বর জেনারেল কামরায় ছিলেন। হঠাৎ করে একটি ঝাঁকুনি অনুভব করেন। এরপরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। তন্ময় ঘোষ জানান, আহত অবস্থাতেও তিনি পাঁচজনকে ওই কামরা থেকে উদ্ধার করেন। তাঁর সঙ্গে ছিল বন্ধু সৌনক। এদিকে ট্রেন দুর্ঘটনার পর সাহায্যের জন্য সবার আগে ছুটে এসেছিলেন সাধারণ মানুষরাই, এমনটাই দাবি করেন তাঁরা। তন্ময় বলেন, 'স্থানীয়রাই এসে আমাদের উদ্ধার করে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আমাদের চিকিৎসা হয়।'

    এদিন বাড়ি ফেরার পর মিশ্র তলায় তাঁদের বাড়িতে দেখা করতে যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। ঘটনার পর উত্তরবঙ্গে আহতদের দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি জানতে পারেন হুগলির দুই জন ঘটনায় আহত হয়েছেন। তিনিই ফোন করে বিষয়টি অসীমা পাত্রকে জানান। মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই বিধায়ক অসীমা পাত্র ওই দুই জনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং তন্ময় ও শৌনককে বাড়ি আনার উদ্যোগ নেন।

    সমষ্টি উন্নয়ন আধিকারিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিরাও সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। ধনেখালির সমষ্টি উন্নয়ন আধিকারিকের তরফে একটি গাড়ি পাঠানো হয়। সেই গাড়িতে করেই তন্ময় ঘোষ এবং শৌনক সাহার বাড়ির সদস্যরা উত্তরবঙ্গের দিকে রওনা দেন।

    বিধায়ক অসীমা পাত্র জানান, তিনি তন্ময় এবং শৌনককে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে দেন। এরপর তাঁরা হাসপাতাল থেকে বাড়িতে এসেছেন এদিন। এরপর তাঁদের সঙ্গে দেখা করতে আসেন অসীমা পাত্র। শৌনক এবং তন্ময় দুই জনেই জানাচ্ছেন, এই ঘটনার পর অনেকগুলি দিন কেটেছে। কিন্তু, কোনওভাবেই তাঁরা এই দুর্ঘটনার কথা ভুলতে পারছেন না। চোখ বন্ধ করলেই সেই বিভীষিকাময় দিন চোখের সামনে ভাসছে।

    উল্লেখ্য, সোমবার সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘার দুটি কামরা লাইনচ্যুত হয়।
  • Link to this news (এই সময়)