• রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, হুলস্থুল কাণ্ড হাওড়া ব্রিজে
    এই সময় | ২২ জুন ২০২৪
  • হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের। যুবকটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। যুবকটি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।শনিবার সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাঁকে দেখতে পায়। এরপরেই দৌড়ে গিয়ে তাঁকে ঝাঁপ দেওয়া থেকে আটকানো হয়। প্রথম দিকে রেলিংয়ের ওপার থেকে থেকে ওই যুবককে কিছুতেই এপারে নিয়ে আসা যাচ্ছিল না। এরপর দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয় যুবকের। যাতে সে আর ঝাঁপ না মারতে পারে। ব্রিজের ছয় নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

    হাওড়া দমকল বিভাগের আধিকারিক সোমনাথ প্রামাণিক জানান, পুলিশ থেকে ফোন আসে এক যুবককে ব্রিজে আটকানো হয়েছে। তাঁকে উদ্ধার করতে হবে।সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ব্রিজের রেলিং কী ভাবে সে টপকালো তা জানার চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, কিছুদিন আগে এরকম ধরনেরই ঘটনা ঘটেছিল হাওড়ার বালি ব্রিজে। গত এপ্রিল মাসে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। জানা যায়, সকালে প্রাতঃভ্রমণের সময়ে ওই যুবককে বাইক দাঁড় করিয়ে বসে থাকতে দেখেছিলেন স্থানীয় কয়েকজন মানুষ। প্রথমদিকে বিষয়টি সন্দেহজনক মনে হয়নি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বিপত্তি। আচমকাই বাইকের উপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ সূত্রে জানা যায়, যুবকের নাম অজিত সাউ। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। আমর্হাস্ট স্ট্রিটের বাসিন্দা ছিলেন তিনি।

    হাওড়া ব্রিজের এদিনের ঘটনায় কিছুক্ষণের জন্য ব্রিজের উপর দিয়ে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। যদিও, কিছুক্ষণের মধ্যেই পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়। ঘটনায় লোকজন জড়ো হয়ে যাওয়ার জন্য তাঁদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে হাওড়া ব্রিজের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (এই সময়)