আজকাল ওয়েবডেস্ক: পদ্মপুকুর জল প্রকল্পের পাইপ লাইনে মেরামতির কাজের জন্য হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ডে শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে। এদিন বেলা ১২ টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত এই ওয়ার্ডগুলিতে জল সরবরাহ বন্ধ রেখে ফাটল মেরামত করা হবে বলে হাওড়া পুর নিগমের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, একই কারণে জানুয়ারীতে দু’দফায় ও মার্চ মাসে এক দিন হাওড়ায় জল সরবরাহ বন্ধ ছিল। বাসিন্দাদের অভিযোগ, ২–৩ মাস অন্তর নোটিস দিয়ে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। আগে বছরে এক বা দুই বার হলেও, এখন তা বৃদ্ধি পেয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।