• ‌বিবাদী বাগে ১০০ বছরের পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড
    আজকাল | ২২ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বিবাদী বাগে ১০০ বছরেরও বেশি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড। জানা গেছে শনিবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে আগুন লাগে। আগুন লাগার খবর পেতেই একে একে দমকলের ছ’‌টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুন লাগতেই গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। এমনকী আগুন লাগার পর বাড়িটি থেকে একাধিকবার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। বাড়িটি বহু পুরনো হওয়ায় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও এখনও হতাহতের খবর নেই। 

    জানা গেছে পুরনো বাড়িটির তিন তলায় প্রথমে আগুন লাগে। পরে তা চার তলায় ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, বাড়িটিতে বাস করত ২৫টি পরিবার। প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অনেকের অভিযোগ, বাড়িটিতে রাসায়নিক গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগও করেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 
  • Link to this news (আজকাল)