• চোপড়ায় চা বাগান দখল ঘিরে গুলি, জখম একাধিক
    প্রতিদিন | ২২ জুন ২০২৪
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: চা বাগান দখল ঘিরে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলল গুলি। জখম ২ মহিলা-সহ মোট পাঁচজন। এই ঘটনায় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

    চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে নিচাখালি এলাকার ওই চা বাগানে কাজ চলছিল। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে একদল বহিরাগত দুষ্কৃতী আসে। গুলি চালায়। বাগানে কাজের সময় গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। জখম হন অন্তত ৫ জন। তাঁদের মধ্যে ২ জন মহিলা শ্রমিকও ছিলেন। তাঁদের মধ্যে বানু নেশা নামে একজনের মাথা এবং মুখও দুষ্কৃতীরা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ।

    জখমদের উদ্ধার করে চোপড়ার দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন প্রত্যেকে। চা বাগান শ্রমিকদের অভিযোগ, বাগান দখল ঘিরে দুপক্ষের সংঘর্ষের মাঝে গুলি চলে। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন জখম হন বলেই দাবি তাঁদের। খবর পাওয়ামাত্রই চা বাগানে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, “চা বাগানে কাজ চলার সময় দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। গুলি চলে। তবে ছররা গুলি চলে। এখনও গ্রেপ্তার হয়নি কেউ। তদন্ত চলছে।”
  • Link to this news (প্রতিদিন)