• খাস কলকাতায় তৃণমূলের কোন্দল! মমতার নির্দেশে দুই কাউন্সিলরকে শোকজ
    প্রতিদিন | ২২ জুন ২০২৪
  • কৃষ্ণকুমার দাস: খাস কলকাতায় কাউন্সিলরের অফিসে আরেক কাউন্সিলরের সাঙ্গপাঙ্গদের হামলা। দিন দুয়েক আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় দক্ষিণ কলকাতার পাটুলি এলাকা। সে খবর কানে যেতেই দলীয় নেতৃত্বকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো দুই কাউন্সিলরকে শোকজ করেছেন দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি। ১৫ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। দুই কাউন্সিলরই ইতিমধ্যে চিঠি পেয়েছেন। সময়মতো দলকে নিজেদের মতামত জানাবেন বলে জানিয়েছেন তাঁরা।

    কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। তিনি বরো চেয়ারম্যানও। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল। অভিযোগ, পাটুলিতে তাঁর দলীয় কার্যালয়ে হামলা চালায় তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। তাঁর অফিসে ভাঙচুর করা হয়। সেই খবর মুখ্যমন্ত্রীর কানে খবর পৌঁছছে। দলীয় কাউন্সিলরদের এধরনের আচরণে ক্ষুব্ধ দলনেত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    দুটি ওয়ার্ডই যাদবপুর বিধানসভার অন্তর্গত। সেখানকার বিধায়ক দেবব্রত মজুমদার। তবে এই এলাকার দলীয় সংগঠন দেখাশোনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি ওই কমিটির সদস্য অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, দুই কাউন্সিরকে শোকজ করার। শুক্রবার গভীর রাতেই তাঁদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে দুই কাউন্সিলরই জানান, “দলের তরফে চিঠি পেয়েছি। তবে যা বলার দলকে জানাব।”

    প্রসঙ্গত, কোনওমতে দলীয় কোন্দল বরদাস্ত করা হবে না। কসবায় দুই কাউন্সিলরের অশান্তির সময় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা। উত্তর কলকাতার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকেও দলীয় বৈঠকে তীব্র ভর্ৎসনা করেছিলেন। এবারও দুই কাউন্সিলরকে শোকজ করা হল।
  • Link to this news (প্রতিদিন)