লোকসভা নির্বাচনে কাঙ্খিত জয় পাননি তিনি। কিন্তু, রাজনীতিতে তো জয়-পরাজয় রয়েইছে। সব বাধা বিপত্তি সরিয়ে বিজেপির স্বপন মজুমদার ফের শিরোনামে। সদ্য নতুন জীবনে পা রেখেছেন তিনি। এবার চর্চায় তাঁর বিয়ে।লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সেই সময় তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। ঘটনায় স্বপনের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। লোকসভা ভোট পেরিয়েছে। জয় পাননি স্বপন। কিন্তু, ফের একবার চর্চার কেন্দ্রে তিনি।
চল্লিশ পেরিয়ে ছাদনাতলায় বসেছেন তিনি। ধুমধাম করে সেরেছেন বিয়ে। খুশি তাঁর আত্মীয় স্বজন, পরিচিত, বন্ধুরা। এর আগে তাঁর আইবুড়ো ভাত খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর থেকেই বনগাঁ দক্ষিণের এই বিজেপি বিধায়ককে ঘিরে শুরু হয় জোর চর্চা। গোপালনগর পাল্লার বাসিন্দা স্বপন মজুমদারের বৌভাত ঘিরে ছিল এলাহি আয়োজন। বিজেপি নেতৃত্ব থেকে কর্মী, বহু মানুষ আমন্ত্রণ পেয়েছিলেন বৌভাতে। কালো শেরওয়ানিতে নিজেকে সাজিয়েছিলেন এই বিধায়ক। কনের সাজও ছিল নজরকাড়া। বিয়ের মেনু ছিল ভাত, ডাল, মাছের পাশাপাশি ছিল ফ্রাইড রাইস, মটন কষা, চাটনি, পাপড়, রসগোল্লা।
আমন্ত্রিতদের দেওয়া তথ্য মোতাবেক, বনগাঁ আমলাপাড়ার বাসিন্দা রিঙ্কু বৈরাগী মিস্ত্রির মেয়ে তৃষা মিস্ত্রির সঙ্গে চার হাত এক হয়েছে স্বপনবাবুর। যদিও এই নিয়ে স্বপনবাবু বা তাঁর পরিবারের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে। অনেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন নতুন জীবনে পা রাখার জন্য।
‘সোশ্যাল মিডিয়া সমালোচনা’ নিয়ে প্রশ্ন করা হলে স্বপনবাবু এই সময় ডিজিটাল-কে বলেন, ‘যাঁরা এই সমস্ত বলছেন তাঁদের মানসিকতার সমস্য়া রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও সকলের মন পাননি। আমরা তো সাধারণ মানুষ। ১০০ জনের মধ্যে ৮০ জন শুভেচ্ছা দিচ্ছে, ২০ জনের ভালো নাও লাগতে পারে।’
একইসঙ্গে নিজের রাজনৈতিক পরিচিতি সামনে রেখে তিনি বলেন, ‘হয়তো রাজনৈতিক জায়গা থেকে কেউ কেউ আক্রমণ করছেন।’ এদিকে রাজনৈতিকভাবে স্বপন মজুমদারকে আক্রমণ করলেও ব্যক্তিগত স্তরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পাল। তিনি বলেন, 'বারাসতের মানুষ ওঁকে গ্রহণ করেনি। ভোটবাক্সেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মানুষের কাছে বাকি সমস্ত বিষয়ও দিনের আলোর মতো স্পষ্ট। বাকি বিষয়টা মানুষের উপরেই ছাড়ছি।’