আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় মালগাড়ির ইঞ্জিনে আগুন। কালো ধোঁয়া বের হতে দেখেই ফের ছড়াল চাঞ্চল্য। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালিটিকুড়ি শেখপাড়ার কাছে। ভট্টনগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে মালগাড়িটি যাচ্ছিল। হঠাৎই মালগাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন মালগাড়ির চালক। সঙ্গে সঙ্গে মাঝ লাইনেই তিনি গাড়ি থামিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।
জানা গিয়েছে, মালগাড়িটিতে দু’টি ইঞ্জিন ছিল। তার প্রথমটি থেকেই কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে রেল।