ভারি বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমলেও গুমোট গরম চলবেই ...
আজকাল | ২৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা ঢুকলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি অব্যাহত। হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৩ থেকে ৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায় বর্ষা প্রবেশ করবে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও, স্বস্তি এখনই মিলবে না।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা প্রবেশ করলেও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ, শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে রবিবারের পরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। সোমবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
অন্যদিকে শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। আগামী সপ্তাহের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।