'উৎসশ্রী' পোর্টাল চালু করার দাবিতে ডেপুটেশন শিক্ষক সংগঠনের, ক্ষোভ রাজ্যজুড়ে ...
আজকাল | ২৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক সংগঠন 'অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে দেওয়া হল স্কুল শিক্ষকদের ট্রান্সফার পোর্টাল 'উৎসশ্রী' চালুর দাবিপত্র। স্কুল স্তরে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের জন্য 'উৎসশ্রী' পোর্টাল তৈরি করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন একাংশের শিক্ষকরা। ২ বছর ধরে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে পোর্টালটিতে।
'উৎসশ্রী'-তে ট্রান্সফার বন্ধ থাকায় হাইকোর্টে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। শিক্ষক সংগঠনটির রাজ্য সম্পাদক চন্দন গরাই বলেন, 'রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যাতে বাড়ির কাছে ট্রান্সফার পান সেই জন্য 'উৎসশ্রী' ট্রান্সফার পোর্টাল চালু করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে নীতি সংশোধন না করে, কিছু কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের অনলাইন পোর্টালটি।' তিনি আরও বলেন, 'উৎসশ্রী' পোর্টালে পুনরায় নির্দিষ্ট গাইডলাইন ও স্বচ্ছতার সাথে স্কোরিং সিস্টেম শুরু করতে হবে।' জেনারেল ট্রান্সফারে সিঙ্গেল টিচার নিয়মের বাধা দূর করার কথাও বলা হয়েছে দাবিপত্রে। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস, পূর্বে স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন স্তরে যে ট্রান্সফারের আবেদন আটকে আছে, সেগুলির স্বচ্ছতা বিবেচনা করে কার্যকরী করার কথাও বলা হয়েছে। যে সকল শিক্ষাকর্মীদের প্রোফাইল লক হয়ে গিয়েছে, তাঁদের প্রত্যেকের প্রোফাইল পুনরায় চালু করার দাবিও উঠেছে।