শৃঙ্খলা রক্ষায় জোর, পাটুলির ঘটনায় শোকজ দুই তৃণমূল কাউন্সিলরকে ...
আজকাল | ২৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জোর শৃঙ্খলা রক্ষায়। পাটুলির ঘটনায় দলের দুই কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন দুই কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে। যে ঘটনা নিয়ে শোকজ তা হল পাটুলির মেলার মাঠের কাছে কাউন্সিলর স্বরাজ মণ্ডলের কার্যালয়ে সপ্তাহে একদিন করে স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার বসেন।
সেখানে এরপর স্বরাজ বসতে গেলে তাঁকে বাধা দেওয়ার সঙ্গে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় অভিযোগ উঠেছে বিধায়ক ও কাউন্সিলর তারকেশ্বরের অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারকেশ্বর। পাল্টা অভিযোগে তিনি বলেছেন, এলাকায় বেআইনি নির্মাণ থেকে টাকা তোলেন স্বরাজ। সেটা ঢাকতেই এই অভিযোগ করা হচ্ছে। প্রকাশ্যেই এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরেই নড়েচড়ে বসেন তৃণমূল নেতৃত্ব। বিষয়টি কানে যায় মুখ্যমন্ত্রীর। তাঁর নির্দেশেই শোকজ করা হয় দুই কাউন্সিলরকে।