• ফের বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি, দক্ষিণবঙ্গে এখনই 'অতি সক্রিয়' নয় বর্ষা
    এই সময় | ২৩ জুন ২০২৪
  • দক্ষিণবঙ্গে বর্ষা এলেও ভারী বৃষ্টিপাত এখনই নয়। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিহার এবং ঝাড়খণ্ডেও নেমেছে বর্ষা। কিন্তু, এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ মৌসুমী বায়ু খুব একটা সক্রিয় নয়। রবিবারের পর দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টিপাত। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াতে পারে।

    রবিবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা বৃষ্টিপাত।গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    মৌসুমী বায়ু প্রবেশের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, তা সন্তোষজনক নয়। ব্যতিক্রমী হিসেবে শনিবার ঝাড়গ্রামের কংসাবতী এলাকা ২৪ মিলিমিটার, পুরুলিয়ার টুসুমা এবং ফুলবেড়িয়া এলাকা ২০ মিলিমিটার বৃষ্টি পেয়েছে। অন্যান্য এলাকাগুলিতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

    রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ জুন মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির জন্য শুক্র বা শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গকে। তার আগে শুক্রবার পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবি এবং সোমবার অস্বস্তি অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। তবে তাপমাত্রা কমে যাওয়ার কারণে গরম খুব একটা বেশি অনুভূত হবে না।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গে দু'দিনের জন্য কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে ফের মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে কালিম্পং জেলার ঝালং পাহাড়ে।পাশাপাশি দার্জিলিং জেলার সামসিংও শনিবার ৮০ মিলিমিটার বৃষ্টি পেয়েছে। রবিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য বৃষ্টিতে সবথেকে বেশি বিপর্যস্ত হতে পারে তিনটি জেলা। এই জেলাগুলি হল- জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার। সোমবার বিকেলের পর থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের এই তিনটি জেলায়। উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু।
  • Link to this news (এই সময়)