• রাজ্য পুলিশে একাধিক শূন্যপদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের প্রস্তাব
    এই সময় | ২৩ জুন ২০২৪
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য পুলিশে প্রোমোশনে গতি এসেছে, তা স্বীকার করছেন দফতরেরই একাংশ। এবার রাজ্য পুলিশের ডিএসপি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর পর্যন্ত শূন্যপদগুলি যাতে পদোন্নতির মাধ্যমে পূরণ হয় সেই জন্য রাজ্যের মুখ্যসচিবের কাছে প্রস্তাব পাঠানো হল রাজ্য পুলিশের স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। তা যাতে দ্রুত কার্যকর করা যায়, সেই জন্য প্রশাসনিক কর্তারা আলোচনা শুরু করেছে বলে জানা যাচ্ছে।উল্লেখ্য, প্রতি বছর রাজ্য পুলিশের একাধিক পুলিশ কর্মী অবসর গ্রহণ করছেন। ফলে বাহিনীতে সদস্য সংখ্যা কমছে। এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থায় যাতে সামান্যতম ফাঁক ফোকর না থাকে সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হয়। অনেক সময় রাজনৈতিক সভাগুলিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য এক জেলার পুলিশকে অন্য জেলায় ডিউটিতে পাঠানো হয়।

    সূত্রের খবর, এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা ডিএসপি ৫০, আর্মড ও আন আর্মড নিয়ে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এই সংখ্যাটা ৫৫০ এবং আর্মড ও আন আর্মড মিলিয়ে এএসআই -এর ক্ষেত্রে সংখ্যাটা ৮৫০। লোকসভা নির্বাচন প্রায় আড়াই মাস ধরে অনুষ্ঠিত হয়েছে। ভোট সহ অন্যান্য কারণের জন্য নিয়োগ সম্ভব হয়নি।

    এবার এই শূন্যপদগুলি পূরণের ক্ষেত্রে যাতে প্রোমোশন দেওয়া হয় সেই মর্মে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফে । তাদের কথায়, 'এর ফলে যাঁরা নীচু তলার কর্মী রয়েছেন তাঁরা কাজে উৎসাহ পাবেন। পাশাপাশি পদোন্নতি হলে তাঁদের বেতনও কিছুটা বাড়বে। এছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরাও এতে উৎসাহ পাবেন।'

    কর্মীদের কথা ভেবেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। এদিকে পদোন্নতি হলে সেখানেও শূন্যপদ তৈরি হবে। সূত্রের খবর, ট্রেনিং শেষ করে নতুন ব্য়াচ আসার জন্য এক্ষেত্রে অপেক্ষা করা হচ্ছে। নতুন ব্যাচ এলে তা কার্যকর করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাস্ব রাউত জানাচ্ছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন পদোন্নতির বিষয়ে গতি এসেছে।

    ফলে সরকারি কর্মীদের একটা বড় অংশ কাজে উৎসাহ পাচ্ছেন। প্রসঙ্গত, চলতি বছরের বাজেট পেশের সময়ই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা আরও চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)