স্থানীয় সূত্রে জনা যায়, আমারুন বাজার থেকে ম্যাটাডরে শুক্রবার সকালে তারকেশ্বরে মাইক আনতে গিয়েছিল প্রায় ১৩ জনের একটি দল। ছিল বিক্রম ও তাঁর মামার ছেলে অমরও। দুপুরে মাইকের সামগ্রী বোঝাই করে তার উপরে বসেই তাঁরা ভাতার রওনা হন। ম্যাটাডরের যাত্রী তাপস মোষ, আকাশ মাঝি, সমীর বাগেরা জানান, ম্যাটাডরটি জোরে ছুটছিল। কুড়মুন এলাকায় একটি বাঁকের কাছে সেটির পিছনের একটি চাকা বিকট শব্দ করে ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। চালক-সহ প্রায় সকলেই জখম হন। তাঁদের প্রথমে কুড়মুন প্রাথমিক স্বাথ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কয়েক জনকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। রাতে অমর ও বিক্রমের মৃত্যু হয়।
গ্রামবাসী জানান, বুধবার থেকে শুরু হওয়া চার দিনের ধর্মরাজ গাজনে শনিবার ছিল মূল উৎসব। এটি গ্রামের বড় উৎসব। দুর্ঘটনার খবর আসতেই গ্রামের প্রতিটি পাড়ায় মাইক বন্ধ করে দেওয়া হয়। শনিবার নামমাত্র পুজো হয়। যাবতীয় অনুষ্ঠানও বন্ধ রাখা হয়।