দক্ষিণবঙ্গ জুড়ে গুমোট গরম, আগামী সপ্তাহে ভারি বৃষ্টির সম্ভাবনা...
আজকাল | ২৩ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহ থেকে রেহাই মিললেও, বৃষ্টির জেরে স্বস্তি এখনও ফেরেনি। বরং মেঘলা আকাশের কারণে জেলায় জেলায় গুমোট গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি, গলদঘর্ম দশা। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তারপর থেকে বদলাবে আবহাওয়া। আগামী সপ্তাহে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তিন থেকে চারদিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। শুক্রবার থেকে ভারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।