আজকাল ওয়েবডেস্ক: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জঙ্গি সংগঠন 'শাহাদাত'-এর মূল পান্ডা ধরা পড়ল তাদের জালে। সংগঠনটি বাংলাদেশেও সক্রিয়। শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃত মহম্মদ হবিবুল্লা বলে এসটিএফ জানিয়েছে। সে ছিল 'আমীর' বা সংগঠনের প্রধান। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশের জালে এই সংগঠনের পাঁচজন সদস্য গ্রেপ্তার হয়।
এসটিএফ জানিয়েছে, নতুন এই সংগঠনটির সঙ্গে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল-কায়দা'র সঙ্গে ভালরকম যোগাযোগ আছে বা সংগঠনটি আল-কায়দার শাখা সংগঠন। সেইসঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম'-এর সঙ্গে।
জানা গিয়েছে, হবিবুল্লা পশ্চিম বর্ধমানের কাঁকসায় থাকত। বর্ধমানের একটি কলেজে চতুর্থ বর্ষের পড়ুয়া। তার বাড়ি থেকেই এদিন তাকে গ্রেপ্তার করেন এসটিএফের গোয়েন্দারা। তার কাজ ছিল সংগঠনের জন্য সদস্য নিয়োগ করা এবং টাকা তোলা। ফেসবুক বা বিভিন্ন অ্যাপের সাহায্যে এরা যুবকদের নিজেদের দিকে আকৃষ্ট করছিল বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। অনেকদিন ধরেই হবিবুল্লার ওপর নজর রেখে চলছিল এসটিএফ। এই সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে 'বিপ' নামে একটি অ্যাপ-এর সাহায্যে যোগাযোগ রক্ষা করে চলত। এই রাজ্যে নদিয়া এবং হাওড়াতে সংগঠনের আরও কয়েকজন সদস্য লুকিয়ে থাকতে পারে বলে এসটিএফের অনুমান। ভারত ও বাংলাদেশ, দু'দেশেই অন্তর্ঘাতমূলক কাজকর্ম করতে এরা প্রস্তুতি নিচ্ছিল। ধৃতকে জেরা করে এই সংগঠনের আরও কে বা কারা আছে সেবিষয়ে খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা।