আজকাল ওয়েবডেস্ক: নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি এক তরুণী। মৃত তরুণীর নাম প্রিয়সী পাল (২১)। তিনি হুগলির চুঁচুড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে ইকো পার্কের এক নম্বর গেটের কাছে, বিশ্ববাংলা সরনিতে। নিউটাউনে নারকেল বাগানের দিক থেকে আকাঙ্খার দিকে যাওয়ার সময় ইকো পার্ক এক নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির পিছনে ধাক্কা মারে একটি বাইক। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন তরুণী। বাইক চালক যুবকও বাইক থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা এবং নিউটাউন ট্রাফিক পুলিশ আহত দুজনকে চিনারপার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তরুণীকে। যুবক সৃজন বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার তদন্ত জারি রেখেছে ইকো পার্ক থানার পুলিশ। ট্যাক্সি ও চালককে আটক করেছে পুলিশ।