পরীক্ষা না দিয়েও PSC-র মেধা তালিকায় নাম, থানায় ছুটলেন যুবক
এই সময় | ২৩ জুন ২০২৪
পরীক্ষায় বসার আবেদনই করেননি প্রার্থী। এদিকে, সফল প্রার্থীদের তালিকায় উঠে গেল নাম। পিএসসির ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন মালদার বাসিন্দা সারোওয়ার আলম সিদ্দিকি। এমনকি, স্থানীয় এক প্রাথমিক স্কুলের শিক্ষক নাম ওঠার পর তাঁকে চাকরি করিয়ে দেবেন বলেও টাকার জন্য হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ।অভিযোগকারী ওই যুবক কখনও পরীক্ষাতেই বসেন নি। করেননি ফর্ম ফিলাপও। কিন্তু ওয়েবসাইটে সফলদের তালিকায় তাঁর নাম রয়েছে বলে দাবি। প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতে এই ধরনের জালিয়াতি বলে অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত অভিযোগ মালতিপুরের বাসিন্দা গোলাম সারোওয়ার আলম সিদ্দিকি।
অভিযোগকারীর দাবি, নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুন্ডু ২০১৭ সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহ-শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাঁর সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয়। পরিমল তাঁকে প্রলোভন দেন ২০১৮ সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তাঁর চাকরি করে দেবে বলে। পরিবর্তে তাঁকে চাকরি হওয়ার পর সাত লাখ টাকা দিতে হবে।
এমনকি সেই পরিমল কুণ্ডু নিজেও এইভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে দাবি করেন। তিনি অনেককেই চাকরি করে দিয়েছেন বলে জানান। প্রমাণ স্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়নিং লেটারও দেখান। সেই সময় অভিযোগকারী তাঁকে বলেন, তিনি তো পরীক্ষাতে বসেননি। সেক্ষেত্রে কী ভাবে তিনি চাকরি করবেন? কী ভাবে ওয়েবসাইটে তাঁর নাম দেখাবে?
চলতি মাসের ১৪ তারিখে চক্ষুচড়ক গাছ হয়ে যায় অভিযোগকারীর। অভিযোগকারীকে ফোন করে জানানো হয় ফুড সাব ইন্সপেক্টরের ২০১৮ সালের তালিকায় তাঁর নাম উঠে গিয়েছে। দেওয়া হয় একটি রোল নম্বর। অভিযোগকারী প্রার্থীদের তালিকা দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে। তাঁর কাছে টাকার দাবি করা হয়। অভিযোগকারী অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শুক্রবার সমগ্র ঘটনা জানিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ওই যুবক।
গোলাম সারোয়ার আলম সিদ্দিকি এই প্রসঙ্গে বলেন, ‘আমি চাই পুলিশের তদন্ত করে এই দুর্নীতির পর্দা ফাঁস করুক। তদন্তের জন্য আমি সমস্ত রকম সহযোগিতা করব।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।