বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হোমিওপ্যাথি ডাক্তারের ...
আজকাল | ২৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রবিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক হোমিওপ্যাথি ডাক্তার। মোটরবাইকে সজোরে ধাক্কা মারে বালি বোঝাই ডাম্পার। বাইক থেকে ছিটকে পড়তেই ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মোহনপুর চকে ৬০ নম্বর জাতীয় সড়কে। মেদিনীপুর থেকে করকাই এলাকায় বাইকে করে যাচ্ছিলেন হরিপদ রাউত নামক ওই ব্যক্তি। স্থানীয়রা জানিয়েছেন, লাল সিগন্যাল দেখে রাস্তার পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে যান ওই ব্যক্তি। হঠাৎ পিছন থেকে দ্রুত গতির ডাম্পার ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ডাক্তারের। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরই মৃতদেহ আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় ডাম্পারটিতে। চালককে ঘিরে ধরেও বিক্ষোভে ফেটে পড়েন ক্ষিপ্ত জনতা। তদন্ত জারি রেখেছে পুলিশ।