• ১০ দিনে ১০ হাজার বিনা টিকিটের যাত্রীকে ধরল পূর্ব রেল
    আজকাল | ২৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ন্যায্য মূল্যের টিকিট কেটে, গন্তব্যে পরিভ্রমণের নির্দেশ রেল দিয়ে থাকে যাত্রীদের। তবে তাতে কর্ণপাত করেন না অনেকেই। বিনা টিকিটের যাত্রী রুখতে তৎপর তেল। টিকিট ছাড়া যাঁরা যাতায়াত করছেন, তাঁদের শনাক্ত করতে স্টেশনে স্টেশনে চলছে চিরুনি তল্লাশি। সেরকমই শিয়ালদা ডিভিশনে চলল টিকিট চেকিং ড্রাইভ। দমদম, রানাঘাট, শিয়ালদা, বালিগঞ্জ, ব্যারাকপুর, বারাসাতসহ বেশ কয়েকটি স্টেশনে এই অভিযান চলে ১৩ জুন থেকে ২২ জুন। সমীক্ষার পরিসংখ্যান বলছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ১০ দিনে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বিনা টিকিটের যাত্রীকে ধরেছে কর্তৃপক্ষ। এই টিকিট চেকিং ড্রাইভে মোট ১০ হাজার ৯৪১টি মামলা শনাক্ত হয়েছে। শুধু তাই নয়, এই সময়কালে জরিমানা আদায় হয়েছে প্রায় ৩০ লক্ষ ৩১ হাজার ৮০ টাকা।
  • Link to this news (আজকাল)