স্থানীয় সূত্রে খবর, ধুলিয়ান পুরসভার বিভিন্ন পাড়ায় গোপনে হেরোইন বিক্রি করেন হাকিম শেখ। হাকিমের স্ত্রীর এ ব্যাপারে ঘোর আপত্তি। তিনি স্বামীকে বার বার বুঝিয়েও ওই ব্যবসা থেকে তাঁকে সরিয়ে আনতে পারেননি। এ নিয়ে অশান্তি শুরু হয়। তখন মা এবং ভাইকে গোটা ঘটনার কথা জানান হাকিমের স্ত্রী। শাশুড়ি এবং শ্যালকের বাধা পেয়ে একেবারে ফুঁসে ওঠেন হাকিম। প্রথমে জামাই ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি, সেখান থেকে শুরু হয় ইটবৃষ্টি। স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে এলাকায় মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে বোমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই গা-ঢাকা দেন অভিযুক্ত জামাই। যদিও তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘‘ঘটনার খবর পেয়েই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে গোটা ঘটনার কারণ জানা যাবে।’’