আজ আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, কতদিন এই পরিস্থিতি?
এই সময় | ২৪ জুন ২০২৪
বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বর্ষণ ছাড়া এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। পরিবর্তে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সমস্ত এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ঢুকে পড়েছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রবেশ এখনও ঘটেনি। সেক্ষেত্রে আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। তবে অনেক জায়গাতেই মৌসুমী বায়ু প্রবেশ করায় নতুন করে গরম আর না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় জারি রয়েছে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসএকেই দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই, তার উপরে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। মঙ্গল-বুধবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষণের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তবে বর্ষা এলেও এখনই সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গে।কলকাতায় কেমন পরিস্থিতি?শহর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শহরে সারাদিনই প্রধানত মেঘলা আকাশই থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।
উত্তরের হাওয়া কেমন?এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি থেকে সাময়িক বিরতির সম্ভাবনা থাকছে উত্তরে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার ও বুধবার ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরের উপরের দিকের পাঁচ জেলায়। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতি ও শুক্রবার একইভাবে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং ও কালিম্পঙে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই দুই পার্বত্য জেলায়।