• রূপশ্রীর টাকা সময়ে দিতে বড় পদক্ষেপ রাজ্যের
    এই সময় | ২৪ জুন ২০২৪
  • বিয়ের সময় পাত্রী ও তাঁর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছে বহু পরিবার। এবার রূপশ্রী প্রকল্পের টাকা যাতে বিয়ের আগেই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করে সেই জন্য নয়া নির্দেশিকা জারি করা হল নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে। অনেক সময় দেখা যেত, আবেদনকারী বিয়ের আগে নয়, এই টাকা পেয়েছেন বিয়ের পরে। এর কারণ হিসেবে উঠে এসেছিল নির্দিষ্ট সময়ে আবেদনগুলির যাচাই না হওয়া। জানা গিয়েছে, এবার সেই নিয়মের ক্ষেত্রে বদল আনা হচ্ছে এবং শনিবার থেকে কার্যকরী হয়েছে।উল্লেখ্য, দফতরের তরফে জানানো হচ্ছে, আগে বিভিন্ন আবেদনগুলির পরীক্ষার কাজ চলত শ্লথ গতিতে। ফলে অনেক পাত্রীই বিয়ের আগে আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা পেতে পেতে তাঁর বিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছিল। এবার যাতে বিয়ের চার দিন আগেই এই টাকা পেয়ে যান কন্যারা বা ন্যূনতম বিয়ের দিনে টাকা ঢোকে সেই লক্ষ্যে উদ্য়োগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিয়ের দিন পার হয়ে গেলে আর নতুন করে কোনও তথ্য আপলোড করা যাবে না।

    আধিকারিকদের কথায়, যদি কোনও আবেদনকারী রূপশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে সেগুলি আর কোনওভাবেই ফেলে রাখা সম্ভব হবে না। তা দ্রুত যাচাই করতে হবে এবং নির্দিষ্ট তথ্য আপলোড করতে হবে জেলা প্রশাসনের তরফে। যাতে বিয়ের আগেই যোগ্য উপভোক্তারা টাকা পান, সেই ব্যবস্থা করতে হবে।

    এক্ষেত্রে কমপক্ষে চার দিন আগে যাতে টাকা পান পাত্রী, সেই বিষয়টিকে প্রাথমিকতা দিতে হবে। যদি তা না সম্ভব হয় কোনও কারণে সেক্ষেত্রে যাতে তিনি কমপক্ষে বিয়ের দিন টাকা পেয়ে যান তা দেখতে হবে।

    পাশাপাশি আরও স্পষ্ট করে জানানো হয়েছে, রূপশ্রী প্রকল্পে যে সমস্ত আবেদনকারী আবেদন করেছিলেন এবং তাঁদের বিয়ের তারিখ পার হয়ে গিয়েছে, কিন্তু, আবেদন যাচাই করে এখনও পর্যন্ত রিপোর্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে আপলোড করা হয়নি, সেই কাজগুলি দ্রুত সেরে ফেলতে হবে।

    সরকারের এই উদ্যোগের ফলে রূপশ্রী প্রকল্পে অনেকেই সুুবিধা পেতে চলেছেন। বিয়ের আগে বা সেই সময় কনের পরিবারের হাজার একটা খরচ থাকে। ফলে এই টাকা আগে পেলে তাঁদের অনেক সুবিধা হতে চলেছে।
  • Link to this news (এই সময়)