রকেট বাসে কলকাতা থেকে ডুয়ার্স, উত্তরবঙ্গে প্রথম সিএনজি বাস চালু NBSTC-র
এই সময় | ২৪ জুন ২০২৪
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে ৩৮টি নতুন বাস সার্ভিস শুরু হতে চলেছে। সাতটি নতুন রকেট বাসও রয়েছে এর মধ্যে। আলিপুরদুয়ার থেকে কলকাতা বাস সার্ভিস চালু হচ্ছে আগামী সপ্তাহেই। পর্যটকদের জন্য দারুণ খবর দিল NBSTC।কোন রুটে নতুন বাস?
জানা গিয়েছে, যে ৩৮টি নতুন বাস পাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, তার মধ্যে তিনটে নতুন বাস আলিপুরদুয়ার ডিপোকে দেওয়া হচ্ছে। দুই-এক দিনের মধ্যে নতুন বাসগুলি পথে নামবে। আলিপুরদুয়ার-কলকাতা রকেট বাস সার্ভিস আগামী সপ্তাহ থেকে চালু করার কথা ঘোষণা করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
মোট ৩০টি নতুন সি এন জি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস রয়েছে যার মধ্যে ২টি নতুন সিএনজি বাস ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে । এছাড়া ১২টি নতুন রকেট বাস আনছে সংস্থা। রকেট বাসগুলির মধ্যে পাঁচটি নতুন রকেট বাস ইতিমধ্যেই শিলিগুড়ির সেন্ট্রাল বাস টার্মিনাসে এসে গিয়েছে। এরপর আরও সাতটি নতুন কিছুদিনের মধ্যেই রকেট বাসও চলে আসবে। কোচবিহার-শিলিগুড়ি রুটে দুটি বাস চালু হল সোমবার থেকে। প্রথম উত্তরবঙ্গ গণ পরিবহণে সিএনজি বাস চালু করা হল।
কী সুবিধা থাকছে বাসে?
বিএস ৬ মডেলের সি এন জি বাসগুলোতে নানান উন্নত পরিষেবা থাকছে বলে জানা গিয়েছে। বাসগুলোতে সেন্সর, প্যানিক বটন, ফায়ার এলার্ম, সিসিটিভি থাকছে। এর পাশাপাশি আধুনিক রকেট বাসগুলোতে চার্জিং পয়েন্ট, পুশ ব্যাক সিট, স্টাডি লাইট, উইনডো শেড-সহ নানান পরিষেবা থাকছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস যাত্রাকে আরও স্বাচ্ছন্ন্য করতে উন্নত পরিষেবার করার ব্যবস্থা গ্রহণ করেছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, 'টানা তিন মাস আমাদের বিভিন্ন রুটের বাস নির্বাচনের কাজে থাকায় যাত্রী পরিষেবা কিছুটা ব্যহত হয়েছে। যাত্রী পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।’ মূলত, পর্যটকদের কথা মাথায় রেখেই একাধিক নতুন রুট চালু করার কোথাও ভাবছে NBSTC। সম্প্রতি শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং পর্যন্ত নতুন বাস চালু করার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলিগুঁতি থেকে দারিজিলিং যাওয়ার জন্য এই নতুন রুট পর্যটকদের অনেকটাই সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে। ডুয়ার্সের বেশ কিছু নতুন রুট চালু করা হলেও বেশ কিছু রুটের বাস ক্ষতির মুখে পড়েছিল। সেই রুটগুলি নিয়েও নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে।