• লোকসভা নির্বাচনের পর রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠক, বিজ্ঞপ্তি জারি নবান্নের
    এই সময় | ২৪ জুন ২০২৪
  • প্রায় আড়াই মাস ধরে রাজ্যে চলেছে লোকসভা নির্বাচন। এই সময় লাগু ছিল আদর্শ আচরণবিধি। ফলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। লোকসভা ভোট মেটার প্রায় তিন মাস পর মন্ত্রিসভার বৈঠক ডেকেছে নবান্ন। বুধবার বিকেল ৩টে নাগাদ এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে বেশ কিছু নয়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রাথমিক অনুমান। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এছাড়াও বৈঠকে থাকবেন অর্থসচিব, ভূমি সচিব এবং স্বরাষ্ট্রসচিব।মন্ত্রিসভার এই বৈঠকের পর বিধানসভায় বাদল অধিবেশন শুরুর একটা সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে গতি আসে সেই কারণে উদ্যোগী রাজ্য প্রশাসন। নতুন কোনও প্রকল্প নিয়ে এদিনের মন্ত্রিসভার বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেই দিকে রয়েছে সব নজর।

    সোমবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান, সচিব এবং অন্যান্য অফিসারদের। পুরসভাগুলির উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও।

    রাজ্যে দীর্ঘ সময় ধরে ভোট অনুষ্ঠিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি একাধিক প্রচার সভা থেকে জানিয়েছিলেন, এত দীর্ঘ সময় ধরে নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষের জন্য কাজ কখন করা হবে!

    লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত সবুজ ঝড়। ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল এবং বিজেপি জয়ী হয়েছে মাত্র ১২টি আসনে। ২০১৯ সালে বিজেপির আসন সংখ্যা ছিল ১৮টি। সবমিলিয়ে অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল তা স্পষ্ট।

    এবার ভোট মিটতেই প্রশাসনিক কাজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে গতি আসে তা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এপ্রিল মাস থেকেই রাজ্যের সরকারি কর্মীদের চার শতাংশ বর্ধিত ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে সেই এক মাসের চার শতাংশ বর্ধিত ডিএ ঢুকতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ফলে খুশি রাজ্যের সরকারি কর্মীরা। উল্লেখ্য, রাজ্যের বাজেট পেশের দিন সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, এদিনের মন্ত্রিসভা বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানার জন্য তাকিয়ে রয়েছে সমস্ত পক্ষই।
  • Link to this news (এই সময়)