• সপ্তাহের শুরুর দিনেই শহরে জোড়া মিছিল, কোন রাস্তায় ভোগান্তির সম্ভাবনা?
    এই সময় | ২৪ জুন ২০২৪
  • সপ্তাহের শুরুর দিনেই কলকাতা শহরে ট্রাফিকের হালচাল কেমন? শহরের কোনও রাস্তায় যানজটের সম্ভাবনা আছে কিনা, মিটিং-মিছিল রয়েছে কোন রাস্তায়? কর্মসূত্রে বেরিয়ে কী সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের? আসুন, জেনে নেওয়া যাক সোমবারের কলকাতা ট্রাফিক আপডেট।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরে দুটি পূর্ব নির্ধারিত মিছিল রয়েছে। একটি মিছিল নির্মল চন্দ্র স্ট্রিট থেকে আর কিদওয়াই রোড হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। দুপুর দুটো নাগাদ এই মিছিলটি রয়েছে। এছাড়া, বিকেল সাড়ে তিনটে নাগাদ হাওড়া ব্রিজ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলটি এমজি রোড, সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত। কয়েক হাজার লোক সমাগমের সম্ভাবনা রয়েছে এই মিছিলে। ফলত, সংশ্লিষ্ট রাস্তায় ওই সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

    লালাবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল থেকে শহরে বড় কোনও দুর্ঘটনার খবর নেই। তবে, এজেসি বোস ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারের সংযোগস্থলে একটি গাড়ি ব্রেক ডাউন হয়। সেই কারণে সংশ্লিষ্ট রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হয়। যদিও, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়া সকাল থেকে বাইপাসে এবং দক্ষিণ কলকাতায় বেহালায় ডায়মন্ড হারবার রোডে কিছুটা ট্রাফিক স্লো চলছে। গাড়ির চাপ রয়েছে।

    এছাড়া শহরে আজ বড় কোনও মিটিং মিছিলের খবর নেই। মোটের উপর শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানানো হয়েছে। কলকাতায় আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলাকালীন কিছু জায়গায় ট্রাফিক স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বাইক আরোহীদের হেলমেট পরা আবশ্যক, চরচাকা গাড়ির চালকদের সিটবেল্ট ব্যবহারের জন্য এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের জন্য জানানো হয়েছে। ট্রাফিক সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য +91 33 2214 3644 এবং +91 33 2242 7248 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে এই ধরনের আপডেট দেওয়া হতে থাকবে।
  • Link to this news (এই সময়)